আধুনিক জাতি গঠনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই। তাই বর্তমানে সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার মহাপরিকল্পনা হাতে নিয়েছে এবং এরই ধারাবাহিকতায় সমগ্র দেশের সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে। এটা দেশ ও জাতির জন্য বড় এক অগ্রগতি। উন্নত বিশ্বের সাথে আমরা আজ তাল মিলিয়ে চলতে সক্ষম হচ্ছি। সৈয়দ শাহ্ মোস্তফা কলেজ অত্র এলাকার একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে সম্পূর্ণ ডিজিটাল শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার লক্ষ্যে সরকারী সহায়তার পাশাপাশি কলেজের শিক্ষক কর্মচারীরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। কলেজে আধুনিক কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে। ইন্টারনেট, মাল্টিমিডিয়ার মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠদান এবং সকল তথ্য কলেজের ওয়েবসাইটে সংরক্ষনের ব্যবস্থা সহ সমস্ত কার্যক্রম আধুনিক প্রযুক্তি নির্ভর করা হচ্ছে। প্রতিষ্ঠানের এ কার্যক্রমে আমি অত্যন্ত আনন্দিত।
প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, শিক্ষক কর্মচারী ও সংশ্লিষ্ট সকলের সার্বিক সাফল্য কামনা করছি।
ড. উর্মি বিনতে সালাম
সভাপতি, গভর্নিং বডি
সৈয়দ শাহ্ মোস্তফা কলেজ
ও
জেলা প্রশাসক, মৌলভীবাজার।
Copyright © 2022 All rights Reserved
Powered by: Rapid IT